অর্থ ও বাণিজ্যশীর্ষ নিউজ

কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রীর শেষ বরাদ্দ: ২৫ লাখের কারিশমা!

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বরাদ্দ পাওয়া ২৫ লাখ টাকার তিনটি সড়ক প্রকল্পের কাজ নিয়ে চলছে বিতর্ক। অভিযোগ উঠেছে, কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলন করেছেন আওয়ামী লীগের নেতৃস্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

গত ৫ আগস্ট সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত এবং প্রকৌশলী জাহিদুল ইসলামের বিরুদ্ধে গোপনে টেন্ডারবিহীন এই কাজ করার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে । জানা গেছে, কাজগুলো করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার, যিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ।

তিনটি সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন দেখানো হলেও সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কগুলোর কাজ শুরু হয়েছিলো মাত্র ২০/২৫ আগে। টাকা উত্তোলন করা হয়েছে কাজ সম্পন্ন দেখিয়ে আরো ৫ মাস আগে।

সাবেক ভূমিমন্ত্রীর শেষ এডিপি বরাদ্দের পুরো ২৫ লাখ টাকাই ব্যয় করা হয়েছে চরলক্ষ্যা ইউনিয়নে। এতে কর্ণফুলীর বাকি চার ইউনিয়ন সম্পূর্ণভাবে উপেক্ষিত। তিনটি প্রকল্পের নাম: মোহাম্মদ হোসেন সড়ক (৫ লাখ), আজিজুর রহমান সড়ক (১০ লাখ), এবং হাজী তমিজ গোপাল সড়ক (১০ লাখ)। এই সড়কগুলো চরলক্ষ্যার সাবেক ইউপি চেয়ারম্যান সোলায়মান তালুকদারের বাড়ির আশেপাশে।

এলজিইডি অফিসের নথি অনুযায়ী, কাজ সম্পন্ন হয়েছে গত ৩০ জুন। অথচ প্রকল্পের সার্টিফিকেটে স্বাক্ষর করা হয়েছে ২৪ জুনেই! স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, কাজ শেষ হওয়ার আগে বিল উত্তোলন কীভাবে সম্ভব হলো। আর কিভাবে বিগত আওয়ামী সরকারের সাবেক ভূমিমন্ত্রীর একটি বরাদ্দ গোপনে আবার বাস্তবায়ন করে বিলও নিয়ে গেছেন। এতো লুকোচুরির কারণ কী!

স্থানীয়রা আরও জানতে চান, কেন এক ইউনিয়নের একাধিক প্রকল্প দেওয়া হলো, এবং কেন এসব প্রকল্প নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হলো না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী বলেন, “এ নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

বিতর্কিত এই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কর্ণফুলীর ইউএনও ও প্রকৌশলীদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাঁদের সাথে যোগাযোগ করা হলেও মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়নে সাবেক ভূমিমন্ত্রীর নাম ব্যবহার করা হলেও প্রকৃতপক্ষে এর সঙ্গে তার সম্পৃক্ততা নিয়েও সন্দেহ রয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ও দুদক অনুসন্ধান চালালে আরো চমকপ্রদ তথ্য বেরিয়ে আসবে বলে স্বয়ং এলজিইডি অফিসের কর্মচারীরা তথ্য দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button