সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কর।সাম্প্রদায়িক উস্কানি ও বিভেদ সৃষ্টির বিরূদ্ধে জনগণকে সতর্ক থাকার আহবান-বাম গনতান্ত্রিক জোট
বাম গণতান্ত্রিক চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ আজ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
বাম গনতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ( মার্কসবাদী) জেলা সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদ,পরিচালনা পরিষদের সদস্য সিপিবি জেলা সভাপতি অশোক সাহা,বাসদ জেলা কমিটির ইনচার্জ আল কাদেরি জয় আজ এক বিবৃতিতে বলেন,” গতকাল চট্টগ্রাম আদালতে সংঘটিত সংঘর্ষের ঘটনার সূত্র ধরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। একইসাথে এ হত্যাকান্ডের সমস্ত দিক তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা ও দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে দাবি জানাই।
একইসাথে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এ ঘটনাকে কেন্দ্র করে নানা ধরণের সাম্প্রদায়িক উস্কানি ও বিভেদের চেষ্টা চলছে।যেকোন ধরণের সাম্প্রদায়িক বিশৃঙ্খলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হিন্দু-মুসলিম সম্প্রদাযের সাধারণ মানুষ।অথচ সাম্প্রতিক গণঅভ্যুত্থানে হিন্দু- মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষ মিলিতভাবে লড়াই করেছে,জীবন দিয়েছে।আমরা সাধারণ জনগনকে পরম ধৈর্য এবং সংযম ধারন করার আহ্বান জানাই। সকল ধরণের সাম্প্রদায়িক উস্কানি রুখে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জনগণকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি ।একইসাথে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সমস্ত রাজনৈতিক,সামাজিক,ধর্মীয়,পেশাজীবি, সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় করণীয নিয়ে সভা আয়োজনের আহবান জানাচ্ছি।