বিশ্বশীর্ষ নিউজ

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ২৫

 

ঢাকা. ২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নিয়ন্ত্রণে নেয়ার পর সামনের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। এদিকে বিদ্রোহীদের টার্গেট করে বিমান হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।

ওয়াশিংটন থেকে এএফপি’র এক প্রতিবেদনে আজ এ কথা জানায়।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের টার্গেট করে সিরিয়া ও রাশিয়ার যৌথ বাহিনী বিমান হামলা চালাচ্ছে। হামলায় এই পর্যন্ত ২৫ জন প্রাণ হারিয়েছে।

বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হোয়াইট হেলমেট সোমবার ভোরে জানিয়েছে, রোববারের হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও রয়েছেন।

ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও যেসব এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীদের দখলে আছে সেখানেও যুদ্ধবিমান হামলা করেছে।

দামেস্ক থেকে এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর বিদ্রোহী গোষ্টি তাহরির আল-শাম বা এইচটিএস আরো সামনের দিকে অগ্রসর হচ্ছে। আসাদ বাহিনী শহরটির নিয়ন্ত্রণ হারানোর ফলে গৃহ যুদ্ধের নতুন মোড় নিয়েছে। ২০১৬ সালে আসাদ বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছিল।

এদিকে দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি। আসাদ বাহিনী শত্রুদের পরাজিত করে আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে নিবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, বিদ্রোহীরা আগের চেয়ে শক্তিশালী রুপ ধারন করেছে। ভবিষ্যতে বিদ্রোহীরা আসাদ বাহিনীর হাত থেকে আরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে তারা বদ্ধ পরিকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button