খেলা

বিওএ ম্যারাথনের প্রথম আয়োজনে প্রাইজমানি ৭৩ লাখ টাকা

 

ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বাংলাদেশের জনসাধারণকে স্বাস্থ্য সচেতন এবং যুব সমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ঢাকার জলসিড়ি আবাসন প্রকল্পে ‘বিওএ ম্যারাথন ২০২৪’ অনুষ্ঠিত হবে।

বিভিন্ন ক্যাটাগরীতে নারী-পুরুষ উভয় বিভাগে সব মিলিয়ে প্রাইজমানি রাখা হয়েছে ৭২ লাখ ৯০ হাজার টাকা।

ম্যরাথনটিতে দুই দূরত্বের ২টি প্রতিযোগিতা আয়োজন করা হবে- হাফ ম্যরাথন (২১.১০ কিলোমিটার) এবং ১০ কিলোমিটার রেস। উভয় রেসে বিভিন্ন ক্যটাগরিতে সকল শ্রেণি পেশার জনসাধারন আংশগ্রহণ করতে পারবেন।

এলিট/প্রফেশনাল ক্যাটাগরীতে হাফ ম্যারথন অনুষ্ঠিত হবে। এই ক্যাটাগরীতে পুরুষ ও নারী বিভাগে বিজয়ী প্রতিযোগী সর্বোচ্চ দুই লক্ষ টাকা প্রাইজমানি হিসেবে পাবেন। এছাড়া পুরুষ বিভাগে আরো ৯টি ও নারী বিভাগে ২য় থেকে ৫ম স্থান অর্জণকারী প্রতিযোগীর জন্য রয়েছে আর্থিক পুরস্কার।

সাধারণ ক্যাটাগরীতে হাফ ম্যারাথন ও ১০ কি.মি রেসে সব মিলিয়ে রয়েছে ৭০টি পুরস্কার।

৫০ বছরের উর্দ্ধে পুরুষ ও নারী বিভাগে ভ্যাটার্ন ক্যাটাগরীতে রয়েছে ৮টি পুরস্কার।

ম্যারাথন উপলক্ষে বিওএ অডিটোরিয়ামে আজ দ্পুুরে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, দুই সহ-সভাপতি শেখ বশির আহমেদ ও লে: জে: মো: মইনুল ইসলাম (অব:), কোষাধ্যক্ষ এ কে সরকারসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে বিওএ ম্যারাথন ২০২৪’ এর লোগো উন্মোচন ও প্রোমো প্রদর্শণ করা হয়।

প্রতি বছর দুটি করে ম্যারাথন আয়োজনের আগ্রহ প্রকাশ করেন বিওএ কর্তারা। সময় স্বল্পতাসহ বিভিন্ন ইস্যুতে এবার বিদেশী নাগরিকদের অংশগ্রহণে সীমবদ্ধতা থাকলেও পরবর্তীতে বড় পরিসরে ম্যারাথন আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button