চট্টগ্রামসংগঠন সংবাদ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে যথাযজ্ঞ মর্যাদায় বিজয় দিবস পালিত
বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল দশটায় বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুষ্প মাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের কার্যালয়ে শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস এর সঞ্চালনায় ও সভাপতি অনুপম বড়ুয়া পারু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন – মুক্তিযোদ্ধা সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, ডাক্তার শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, সংগঠনের কোষাধ্যক্ষ কালিপদ দাস, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, সংগঠনের নির্বাহী সদস্য অর্পিতা ঘোষ, গোলাম মোস্তফা, বিউটি চৌধুরী, অধীর দে, আমিনা আক্তার গেল্ভি, ফারিয়া সুলতানা সায়মা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন—-মহান মুক্তিযুদ্ধ আমাদের শিক্ষা দিয়েছে সম্প্রীতির। সম্প্রীতির মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল দিন ১৬ ডিসেম্বর। বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। বিজয় আমাদের সুযোগ দিয়েছে দেশমাতৃকার সেবা করার। ঐক্যবদ্ধভাবে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।