আঞ্চলিকসংগঠন সংবাদ
রাঙ্গুনিয়া ক্লাবে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া ক্লাবের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া ক্লাবের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম খোকন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান। ক্লাবের সদস্য সচিব মো. মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক মোবারক ছাফা, তমিজ উদ্দিন কুসুম, মিজানুর রহমান, খাইরুল আরাফাত মিনা, আলী আজগর, মামুন গাজী, এনাম খাঁন, কম্পিউটার প্রশিক্ষক রুবেল ফারুক প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের ২২ ও ২৩ তম কম্পিটার কোর্সে অংশগ্রহণকারী ৬৫ জন শিক্ষার্থীকে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।