আঞ্চলিকশীর্ষ নিউজ
রাঙ্গুনিয়ায় গুলিবিদ্ধ ছাত্রের অভিযুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছে কলেজ ছাত্র। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রায় দুই মাস অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করতে না পারায় ছাত্রের পরিবার সংবাদ সম্মেলন করেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে গুলিবিদ্ধ আহত তরুণের পিতা জসিম উদ্দিন এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত সন্ত্রাসী ইফতেখারকে গ্রেফতারের দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন আহতের দুই চাচা রহিম উদ্দিন ও মোহাম্মদ ইলিয়াস।
জানা যায়, ২৩ অক্টোবর উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চিতাখোলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রায় দুই মাস অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্ত কিশোর গ্যাংগের সাথে জড়িত সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি। অন্যদিকে হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় দিন কাটাচ্ছেন আহত তানিকুল। এই ঘটনার দীর্ঘ প্রায় দুই মাস অতিবাহিত হলেও অভিযুক্ত সন্ত্রাসী গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে তারা জানান, পূর্ব কোন বিরোধ ছিলো না। কিন্তু এরপরও কেনো তাদের সন্তানকে গুলি করা হল তা তারা জানেন না। এমনকি তার আহত সন্তানও এই ঘটনায় হতবাক বলে তারা জানান। অবৈধ অস্ত্র উদ্ধারসহ জড়িত কিশোর গ্যাংগের সন্ত্রাসীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তারা।
তাদের দাবী, একটি সন্ত্রাসী গ্রুপ তাদের এলাকায় মাদক কারবারসহ নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই গ্রুপেরই সক্রিয় সদস্য অভিযুক্ত ইফতেখার। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তার গডফাদারদেও নাম জানা যাবে এবং তাদের কাছ থেকে একাধিক অবৈধ অস্ত্র উদ্ধার হবে। এতে এলাকার মাদক-সন্ত্রাস নির্মূল হয়ে জনমন স্বস্তী ফিরে আসবে বলে জানান তারা।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চিতাখোলা এলাকায় প্রতিদিনের ন্যায় বাড়ির আঙিনায় নদীর পাড়ে বসেছিল রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তাফহিমুল ইসলাম তানিক (১৮)। এসময় একই এলাকার মো. ফরিদের ছেলে ইফতেখার (১৮) দেশীয় অস্ত্রহাতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে তানিকুর বুকে গুলি করে পালিয়ে যায়।