ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে টানা ষষ্ঠবারের মত ওয়ানডে সিরিজ জিতলো আফগানিস্তান। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্পিনার এএম গাজানফারের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হবার পর, দ্বিতীয়টিতে রেকর্ড ২৩২ রানে জিতেছিলো আফগানিস্তান। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতলো আফগানরা। জিম্বাবুয়ের বিপক্ষে সাতটি সিরিজের মধ্যে ৬টি জিতলো আফগানিস্তান। দু’দলের চার ম্যাচের প্রথম দ্বিপাক্ষীক সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছিলো।
হারারেতে টস জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ব্যাট হাতে নেমে ২৪ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরমধ্যে জিম্বাবুয়ের দুই ওপেনারকে শিকার করেন গাজানফার।
শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টায় চতুর্থ উইকেটে ৩৬ রান যোগ করেন সিন উইলিয়ামস ও সিকান্দার রাজা। ১৩ রান করা রাজাকে শিকার করে জুটি ভাঙেন স্পিনার রশিদ খান।
দলীয় ৬০ রানে রাজার আউটের পর জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডারে ধস নামা রশিদ ও গাজানফার। এতে ৮৯ রানে অষ্টম উইকেট পতন হয় জিম্বাবুয়ের।
জিম্বাবুয়ের পেসার নিউম্যান ন্যামহুরিকে শিকার করে ১১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনিংসে ৫ উইকেট নেন গাজানফার। গত মাসে শারজাহতে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ঐ ম্যাচে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন গাজানফার।
দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝে এক প্রান্ত আগলে হাফ-সেঞ্চুরি তুলে জিম্বাবুয়ের রান ১শ পার করেন উইলিয়ামস। শেষ পর্যন্ত ৩০.১ ওভারে ১২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৬টি চার ও ৩টি ছক্কায় ৬১ বলে ৬০ রান করেন উইলিয়ামস।
আফগানিস্তানের গাজানফার ৩৩ রানে ৫টি ও রশিদ ৩৮ রানে ৩টি উইকেট নেন।
জবাবে ওপেনার সেদিকুল্লাহ আতালের হাফ-সেঞ্চুরিতে ১৩৯ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। ৪টি চার ও ২টি ছক্কায় ৫০ বলে ৫২ রান করেন আতাল। এছাড়া আব্দুল মালিক ২৯, অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি অপরাজিত ২০ ও রহমত শাহ অনবদ্য ১৭ রান করেন। ম্যাচ সেরা হন গাজানফার ও সিরিজ সেরা হন আতাল।
আগামী ২৬ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ২০২১ সালে প্রথম দ্বিপাক্ষীক টেস্ট সিরিজ খেলেছিলো দু’দল।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিলো তারা।