বিশেষ খবর

উন্নয়নের প্রতিটি পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২৪ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও উন্নয়ন একে অপরের পরিপূরক। তাই উন্নয়নের প্রতিটি পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

তিনি বলেন, ডেভথন (DEVTHON) ৫.০-এ তরুণদের অংশগ্রহণ আগামীর পরিবেশবান্ধব উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।

আজ সোমবার উপদেষ্টা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর স্বাধীনতা অডিটোরিয়ামে ডেভথন (DEVTHON) ৫.০-এর চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, তরুণদের উদ্ভাবন শক্তি এবং টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণ  আমাদের ভবিষ্যতকে সুরক্ষিত করবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে এবং তাদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিইউপি’ উপাচার্য মেজর জেনারেল মুহাম্মদ মাহবুব-উল আলম। ডেভথন (DEVTHON) ৫.০-এর পাঁচটি পর্ব-ইন্টারন্যাশনাল কনফারেন্স, কেইস কম্পিটিশন, শর্ট ডকুমেন্টারি, ক্যারিয়ার এক্সপো এবং ডেভটক-তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব প্রদর্শনের সুযোগ করে দেয়। কেইস কম্পিটিশনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘‌Doh Mahino Mein Paisa Double’ চ্যাম্পিয়ন এবং শর্ট ডকুমেন্টারি বিভাগে বিইউপির টিম ‘Slytherin’ প্রথম স্থান অর্জন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button