খেলা

বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

 

ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আজ থেকে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)- ২০২৪ ।

বিকাল ৩:০০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: হাসান উল্লাহ খান রানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক কমিটির সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

উদ্বোধনী ম্যাচে নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩৪-১২ গোলে ভিএএস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২০-৮ গোলে এগিয়ে ছিল।

আগামী ২৭ ডিসেম্বর পুরুষ ও নারী বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবারের আসরে পুরুষ বিভাগে ৬টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। দলগুলো হলো :

গ্রুপ-ক : বর্ডার গার্ড বাংলাদেশ, টিম হ্যান্ডবল ঢাকা, জাতীয় জুনিয়র হ্যান্ডবল দল।

গ্রুপ-খ : বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দল।

দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

নারী বিভাগে অংশগ্রহণকারী চারটি দল হলো : বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, ঢাকা ও ভিএএস স্পোর্টস ক্লাব।

এই বিভাগে প্রতিটি দল একে অপরের সাথে মোকাবেলার পর শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button