বরগুনায় বিসিক শিল্পনগরীর সব প্লট ২০২৫ এর শুরুর দিকে বরাদ্দ সম্পন্ন হবে
বরগুনা, ৩১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের কাজের সহযোগিতায় স্থাপিত বরগুনায় বিসিক শিল্পনগরীর প্লটের মূল্য দুই দফায় কমানোর সুবিধায় নতুন বছর ২০২৫ সালে শুরু দিকে সব প্লটের বরাদ্দ সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিক শিল্পনগরী কর্তৃপক্ষ।
জেলার বিসিক শিল্পনগরী কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দিতে ২০১১ সালে শিল্প মন্ত্রণালয় থেকে প্রথমে ৭ কোটি ৮ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরে ব্যয় বাড়িয়ে ১১ কোটি ১৬ লাখ টাকায় অনুমোদন হয়। পরবর্তীতে বিভিন্ন নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি ও নির্ধারিত মেয়াদে কাজ শেষ না হওয়ায় কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২০ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ করা হয়। মোট ১৮ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার সদর উপজেলায় বিসিক শিল্পনগরীতে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের জন্য প্রস্তুত করা হয় ৬০টি প্লট।
বিসিক শিল্পনগরীতে ৬০টি প্লটকে এ, বি এবং এস তিনটি ক্যাটাগরিতে প্রস্তুত করা হয়েছে। প্রথমে এ সব প্লটের মূল্য শতাংশ প্রতি ৩ লাখ ২ হাজার টাকা নির্ধারণ করা হলেও বর্তমানে দাম কমিয়ে তা শতাংশ প্রতি ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মিল্টন চন্দ্র বৈরাগী জানিয়েছেন, প্লটের মূল্য একটু বেশি থাকায় শুরুতে উদ্যোক্তাদের আগ্রহ কম ছিল। তবে উদ্যোক্তাদের দাবির প্রেক্ষিতে দুই দফায় প্লটের মূল্য কমানো হয়েছে। ৬০ টি প্লটের ২০ টি আগেই বরাদ্দ হয়েছে, বর্তমানে ২০ টি প্লট বরাদ্দের প্রক্রিয়া চলমান রয়েছে। বাকি প্লটের জন্যও আবেদন জমা হচ্ছে। আশাকরি ২৫ সালের শুরুতে প্লটগুলো বরাদ্দ হয়ে যাবে এবং একই সালের মধ্যে এখানে বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হবে।
বিসিক শিল্পনগরীর উপ-ব্যবস্থাপক কাজী তোফাজ্জল জানান, বর্তমানে যে প্লটগুলো বরাদ্দ দেওয়া সম্পন্ন হয়েছে এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান অনুমতি নিয়ে উৎপাদন শুরু করেছে। নতুন করে ১৭ থেকে ১৮ টি প্লট বরাদ্দ দিতে প্রয়োজনীয় কাগজপত্র আঞ্চলিক অফিস খুলনায় পাঠিয়েছি, সেখান থেকে ঢাকায় পাঠানোর পর অনুমতি পেলে প্লটগুলো বরাদ্দ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।