গতকাল চট্টগ্রামস্থ সীতাকুন্ডের শীতলপুর এলাকায় প্রাইভেট অফডক বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি, সদস্য (হারবার ও মেরিন), পরিচালক(নিরাপত্তা), পরিচালক (পরিবহন) সহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরির্দশন করেন। পরির্দশনকালে চেয়ারম্যান মহোদয় বিএম কন্টেইনার ডিপোর ফায়ার ফাইটিং সহ অন্যান্য সকল safety measures এর খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্থ কন্টেইনারের পাশ থেকে অন্যান্য ভাল ইনটেক্ট কন্টেইনার সমূহ একটি আলাদা জোনে রাখার জন্য নির্দেশ দেন। বিএম কন্টেইনার ডিপোতে এই মুহূর্তে অপারেটরের স্বল্পতা থাকায় বিকডাকে অন্যান্য ডিপো থেকে অপারেটর সরবরাহ করে অন্যান্য কন্টেইনারগুলি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। ডিপোতে ইকুইপমেন্টের স্বল্পতা থাকলে তিনি চট্টগ্রাম বন্দর থেকে ইকুইপমেন্ট পাঠিয়ে সার্বিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এছাড়া তিনি উক্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ও র্যাব কর্তৃপক্ষকে অনুরোধ জানান। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
উক্ত অগ্নিকান্ডের ঘটনা তদন্ত করার জন্য চবক থেকে টার্মিনাল ম্যানেজার, চবক কে আহবায়ক, উপ-পরিচালক (নিরাপত্তা), চবক ও কাস্টমসের একজন প্রতিনিধি কে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।