বিশেষ খবরলাইফস্টাইল

বায়ুদূষণ রোধে অভিযান চালিয়ে ৩৭ লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট

 

ঢাকা, জানুয়ারি, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ১৩টি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে মোট ৩৭ লাখ ৩২ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া,  অবৈধ পলিথিন এবং খোলা জায়গায় নির্মাণ সামগ্রী রাখার কারণে বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তর আজ রোববার দেশের বিভিন্ন স্থানে ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে ১২টি অবৈধ ইটভাটা থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।

পলিথিন বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি পরিবহন থেকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমনের অপরাধে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং আরেকটি প্রতিষ্ঠানের মালিককে এক মাসের কারাদণ্ড প্রদানসহ কারখানার যন্ত্রপাতি জব্দ করা হয়।

২ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত চলতি বছর পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে  মোট ২৪টি মামলা দায়ের করে ১ কোটি ৩২ লাখ ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ২১টি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ সুরক্ষায় পরিবেশ মন্ত্রণালয় এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button