বিশেষ খবররাজনীতি

তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান সিলেট মহানগর বিএনপির

 

জানুয়ারি ২০২৫ (বাসস): সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।

আজ রোববার বিকেলে সিলেট নগরের ৪২টি ওয়ার্ডের নেতাদের হাতে ৩১ দফার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করে প্রকাশিত প্রচারপত্র তুলে দেওয়া হয়েছে। নগরের দরগাহ গেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সিলেটে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনকল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।’

দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে সবধরনের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, সহসভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, মাহবুব কাদির শাহী, সাদিকুর রহমান সাদিক, নিগার সুলতানা ডেইজি, ডা. আশরাফ আলী, আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, মঞ্জুরুল হাসান মঞ্জু, ফাতেমা জামান রোজি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, খসরুজ্জামান খসরু, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button