শীর্ষ নিউজসংগঠন সংবাদ
চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের নেতৃবৃন্দকে হয়রানি করার প্রতিবাদে কর্মীসভা
চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের নেতৃবৃন্দকে প্রশাসনিক ভাবে হয়রানি করার প্রতিবাদে ১৭ জানুয়ারি, ২০২৫ তারিখ সন্ধ্যা ৬.০০ ঘটিকায় বন্দর উত্তর ও পূর্ব কলোনী সংযোগ সড়কস্হ শ্রমিক সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভার আলোচনায় বক্তারা বলেন; এন.সি.টি, সি.সি.টি টার্মিনাল বেসরকারী করণের প্রতিবাদে ঘোষিত আগামী ১৯ জানুয়ারি,২০২৫ তারিখ এর শ্রমিক সমাবেশ আই.এস.পি.এস টিম চট্টগ্রাম বন্দর সফরে আসার প্রেক্ষিতে কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা করে স্হগিত করা হয়। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন পেশার ৯টি ক্যাটাগরীর শ্রমিক নেতৃবৃন্দ একত্রিত হয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ব্যানারে সি.সি.টি, এন.সি.টিসহ শ্রমিক কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে “চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী কল্যাণ পরিষদ” গঠন করা হয়। ইতোপূর্বে নবগঠিত সংগঠন এর পক্ষ থেকে আগামী ১৯ শে জানুয়ারি দুপুর ২.৩০ মিনিটে চট্টগ্রাম কাস্টম মোড়ে শ্রমিক সমাবেশ এর ঘোষণা সম্বলিত প্রচার পত্র বিলি করা হয়। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও শ্রমিকদের স্বার্থে “চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী কল্যাণ পরিষদ” তাদের কর্মসূচী অব্যাহত রাখবে। আই.এস.পি.এস টিম এর বন্দর বিষয়ক রিপোর্ট আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের সুনাম বৃদ্ধি করবে বিধায় দেশের ও বন্দরের ভাবমূর্তি রক্ষায় আমাদের শ্রমিক সমাবেশ স্থগিত করা হয়। কর্তৃপক্ষ এটাকে দুর্বলতা মনে করলে ভুল করবে। আলোচকগণ আরো বলেন, ইসলামী শ্রমিক সংঘের নেতৃবৃন্দকে হয়রানি করার কোনো অশুভ চেষ্টা শ্রমিক কর্মচারীরা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার পাশাপাশি চট্টগ্রাম বন্দরে কর্মরত বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিক কর্মচারীরা যে কোনো মূল্যে সি.সি.টি, এন.সি.টি ব্যক্তি মালিকানায় দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করবে। নেতৃবৃন্দ বলেন; ডক,মার্চেন্ট উইন্সম্যান, প্রাইম মুভার ড্রাইভার, শিপ ওয়াচম্যানসহ সকল কার্ডধারী শ্রমিকদের কাজ নিশ্চিত করতে হবে এবং আগামী দিনের যে কোনো কর্মসূচীতে সকলকে ঐক্যবদ্ধ থেকে ন্যায্য দাবি আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইয়াছিন এর সঞ্চালনায় উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক জনাব আবু তালেব চৌধুরী, এতে আরো উপস্হিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর থানা সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম আদনান, ইসলামী শ্রমিক সংঘের সভাপতি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, ডক, মার্চেন্ট সভাপতি জনাব ওমর ফারুক, প্রাইম মুভার নেতা জনাব মো: মাসুদ, উইন্সম্যান নেতা জনাব ওমর ফারুক, শিপ ওয়াচ ম্যান নেতা জনাব শফিউল আজমসহ প্রমুখ নেতৃবৃন্দ।