শিক্ষাসংগঠন সংবাদ

আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার পুনরায় শুরু করছে বাঙলার পাঠশালা ফাউন্ডেশন

 

দীর্ঘ বিরতির পর “বাঙলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার” পুনরায় চালু হতে যাচ্ছে– যা বাংলাদেশের সাহিত্য অঙ্গনের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। মর্যাদাপূর্ণ এই পুরস্কার সর্বশেষ ১২ ফেব্রুয়ারি ২০১৭ সালে ৬ষ্ঠ বারের মতো প্রদান করা হয়েছিল। এখানে উল্লেখ্য যে, ২০১৭ সালের অনুষ্ঠানে ২০১৬ সালে প্রকাশিত শ্রেষ্ঠ কথাসাহিত্যের বইকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছিল। সেবছর পেয়েছিলেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, ২০১১ সালে এই পুরস্কার প্রবর্তনের পর ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছিল। তবে কিছু অনিবার্য কারণে পুরস্কারটি কিছুকাল সাময়িকভাবে স্থগিত ছিল।

সাহিত্যচর্চার এই গৌরবময় ঐতিহ্যকে অব্যাহত রাখতে, বাঙলার পাঠশালা ফাউন্ডেশন নতুনভাবে জুরি বোর্ড বা বিচারকমণ্ডলীর দল গঠন করেন– যারা ২০১৭-২০২৪ সালের জন্য ৭ম আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কারের চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছেন। বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন অধ্যাপক সনৎকুমার সাহার নেতৃত্বে ৭ সদস্যের কমিটি– যেখানে অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন: কথাসাহিত্যিক মামুন হুসাইনকথাসাহিত্যিক ইমতিয়ার শামীমকথাসাহিত্যিক ওয়াসি আহমেদকথাসাহিত্যিক প্রশান্ত মৃধা,  খালিকুজ্জামান ইলিয়াস এবং আহমেদ জাভেদ চৌধুরী।

বহু আলোচনার পর সম্মানিত বিচারকমণ্ডলী সর্বসম্মতভাবে কথাসাহিত্যিক মনিরা কায়েস ((Monira Qais))-কে ৭ম বাঙলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার (২০১৭-২০২৪)-এর বিজয়ী হিসেবে নির্বাচিত করেছেন। তাঁর অনবদ্য সৃষ্টি “অন্ধ কুলঙ্গির টীকাভাষ্য” (প্রকাশক: নাগরী, বারুতখানা, সিলেট-৩১০০, বাংলাদেশ; প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮) বইটির জন্য তিনি এই পুরস্কার অর্জন করেছেন। কথাসাহিত্যিক মনিরা কায়েস গবেষণা ও লেখার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০টি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে মাটিপুরাণ পালা (রত্যমন পাবলিশার্স, ১৯৯৯), জলডাঙার বায়োস্কোপ (দিব্য প্রকাশ, ২০০১), ধুলোমাটির জন্মসূত্র (সাহিত্য বিকাশ, ২০০৪) এবং কথামনুষ্যপুরাণ (সাহিত্য বিকাশ, ২০০৭)।

পুরস্কার হিসেবে নগদ ১০০,০০০/- এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেবেন দেশের বিশিষ্ট গুণীজনবৃন্দ। ঈদের পর সুবিধাজনক সময়, তারিখ ও স্থানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে, যা শিগগিরই ঘোষণা করা হবে।

বাঙলার পাঠশালা ফাউন্ডেশন বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি ও উদযাপনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই পুরস্কারের পুনরায় আয়োজন কেবলমাত্র আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্যিক উত্তরাধিকারের প্রতি সম্মান জানানোই নয়, বরং বাংলা সাহিত্যচর্চার উৎকর্ষ সাধনে ফাউন্ডেশনের প্রতিশ্রুতি পুণর্ব্যক্ত করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button