শীর্ষ নিউজ

এসপি সুভাষ বরখাস্ত

 

৩ মার্চ, ২০২৫ (বাসস) : ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু সুভাষ চন্দ্র সাহার (সাবেক পুলিশ সুপার, ফরিদপুর জেলা) বিরুদ্ধে বংশাল থানা, ডিএমপি, ঢাকায় রুজুকৃত মামলায় (মামলা নং-৩৭) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১৭ সালের ২৪ ডিসেম্বর আদালত হতে জামিন গ্রহণ করেন। এ মামলায় ২০২৩ সালের ১৭ ডিসেম্বর  অভিযোগপত্র দাখিল এবং ২০২৪ সালের ১৬ জুলাই চার্জ গঠন করা হয়। (মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা হতে স্মারক নং-৫৭৩৭০) গত ২০২৪ সালের ২০ আগস্ট হতে পরবর্তী ৬ মাসের জন্য মামলার সকল কার্যক্রম স্থগিতাদেশ প্রদান করলেও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি (মামলা নং-৩৭) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২) বাতিল হয়নি।

সেহেতু সুভাষ চন্দ্র সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০১৭ সালের ২৪ ডিসেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button