আঞ্চলিকসংগঠন সংবাদ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ’র সাক্ষাৎ

বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ’র সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ ) সকাল ১১টায় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর স্মরণে প্রতিষ্ঠিত দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ’র সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা (ভূমি) অফিসার কানিজ ফাতেমা, সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারু, শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, নির্বাহী সদস্য প্রীতি দাস, পুনম দাস প্রমূখ।
এসময় সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা ও সংগঠনের গতি আনার জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি
ছবির ক্যাপশন : বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ