চট্টগ্রামসংগঠন সংবাদ
ইউরোপীয় ইউনিয়ন অর্থায়িত (IORIS কর্তৃক পরিচালিত) সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত আয়োজনের সনদ বিতরণ অনুষ্ঠিত
ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়িত IORIS (Indo-Pacific Regional Information Sharing Platform) কর্তৃক পরিচালিত Port Security & Maritime Single Window সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণে মোট ২৮ জন প্রশিক্ষণার্থী ২ টি ধাপে ০৩-০৬ এবং ০৯-১৩ মার্চ,২০২৫ ইং তারিখে অংশগ্রহণ করেন । এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন MR. Gregory John Clifford. আজ অদ্য ১৩/০৩/২০২৫ইং তারিখে বেলা ১৩.৪০ ঘটিকায় শহীদ মো: ফজলুর রহসান মুন্সী অডিটোরিয়ামে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর মাননীয় চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি। এছাড়াও উক্ত সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবক এর সকল সদস্য, সকল বিভাগীয় প্রধানসহ চবক এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।