কোয়াবের নতুন আহ্বায়ক কমিটির প্রধান সেলিম শাহেদ

২৩ মার্চ ২০২৫ (বাসস) : সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সেলিম শাহেদকে প্রধান করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৈঠকের পর কোয়াবের নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেন দেশের সাবেক-বর্তমান ক্রিকেটাররা।
২০১৪ সালে ক্রিকেটারদের কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন নাঈমুর রহমান দুর্জয় এবং দেবব্রত পাল।
দুর্জয়-দেবব্রত দায়িত্ব ছাড়ায় দীর্ঘ ১১ বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে ক্রিকেটারদের অধিকার আদায়ের সংগঠন কোয়াব।
সেলিম শাহেদের নেতৃত্বাধীন ১৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটিতে আরও আছেন মিনহাজুল আবেদিন, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত। এছাড়া আটটি বিভাগীয় দলের অধিনায়করাও আছেন।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকাশ্যে দেখা যায়নি সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দুর্জয়কে। এর মধ্যেই কোয়াবের কার্যক্রম নতুন ভাবে পরিচালনা করার উদ্যোগ নেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।