শীর্ষ নিউজসংগঠন সংবাদ

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া : আমরা প্রেসক্লাবের সাথে আছি এবং থাকবো


আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, সুনামগঞ্জ জেলায় বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন আমরা বোরো ফসল গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু বাঁধের কাজে কোথায়ও যদি অনিয়ম হয়ে থাকে আমি সাংবাদিকদের বলবো আপনারা অনুসন্ধান করুন। আমরা জেলা প্রশাসন যেখানেই অনিয়মের অভিযোগ পাবো সেখানেই আইনগত ব্যবস্থা নেব। বাঁধের কাজে কোন ধরনের অনিয়ম বরদাশত করা হবেনা। তিনি বলেন,আমি বরাবরই আড্ডায় পছন্দ করি। সুনামগঞ্জে যোগদানের ৭ মাস পর দাওয়াত পেয়েছি বলে আজ এসেছি। আমাকে আগে ডাকলে আমি অনেক আগেই প্রেসক্লাবে আসতাম। আমরা জেলা প্রশাসন সাংবাদিকদের নিয়ে একসাথে চলতে চাই। যেকোন ধরনের সহযোগীতার প্রয়োজন হলে আমাদেরকে বলবেন আমরা প্রেসক্লাবের সাথে আছি এবং থাকবো। শনিবার (৫ এপ্রিল) রাতে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত ঈদ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুম হেলালের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ আড্ডায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম,অতিরিক্ত জেলা পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,মোঃ জাকির হোসাইন, জেলা জজ আদালতের পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হক,জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট তৈয়বুর রহমান বাবুল,জেলা বিএনপি নেতা আতম মিসবাহ,এডভোকেট জিয়াউর রহীম শাহিন,যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জেলা শাখার অন্যতম উদ্যোক্তা এনডি উছমান গনী,মোঃ সায়মন মিয়া,ওয়ারিওর্স অব জুলাই এর আহবায়ক মোঃ ফয়সল আহমদ প্রমুখ।

ঈদ আড্ডায় সংগীত পরিবেশন করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বাউল আল হেলাল, সহ-সভাপতি শিল্পী রওনক আহমদ বখত,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর,প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাজু আহমেদ রমজান,কোষাধ্যক্ষ শহীদনূর আহমদ,সদস্য শিল্পী সাহাবুদ্দিন আহমেদ,সদস্য কেজি মানব তালুকদার,সদস্য মোঃ ফরিদ মিয়া,সদস্য তৌহিদ চৌধুরী প্রদীপ,আব্দুল বাছির ও সোহেল আহমদসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button