বিশেষ খবর

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে : খাদ্য উপদেষ্টা

 

২০২৫ (বাসস) : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল। এসব ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে।

আজ শনিবার বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, ‘আমাদের দেশে চালের দাম সহনীয় হয়ে আসছে। তবে চালের দাম একেবারে কমে যাওয়া ঠিক না। কারণ কৃষককেও ন্যায্য দাম দিতে হবে। কৃষক ন্যায্য দাম পেলে তারা উৎপদানে উৎসাহ পাবেন।’

খাদ্য উপদেষ্টা বলেন, আমাদের দেশে গমের চাহিদা ৭০ লাখ টন। এরমধ্যে উৎপাদন হয় ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। এরমধ্যে বেশির ভাগ আমদানিকারকই বেসরকারি।

তিনি বলেন, ‘এবার বোরোর ভাল ফলন হয়েছে। ইনশাআল্লাহ, আমরা একটা ভালো মজুদ গড়ে তুলতে পারব। বোরোর সঙ্গে অন্য ফসলের উৎপাদন ভাল হলে সরকারের যে খাদ্য বিষয়ক কর্মসূচি রয়েছে তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে।’

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button