শীর্ষ নিউজ

বনশ্রীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

২০২৫ (বাসস) : রাজধানীর ডেমরা থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. কাশেম আলী (৩৬)কে খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এর একটি দল মো. কাশেম আলী (৩৬)’কে গতকাল গ্রেফতার করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আসামি মো. কাশেম আলী ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ১৯(১) এর ৯(গ)/২৫ এর মাদক মামলার আসামি।

তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত মো. কাশেম আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের সশ্রম  কারাদণ্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button