শীর্ষ নিউজ

হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ

 

৮ মে, ২০২৫ (বাসস) : জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনরত নিরীহ ছাত্র ও সাধারণ জনতাকে গুলিবর্ষণের মাধ্যমে হত্যা করার একাধিক মামলার এজাহারভুক্ত আসামী নাদিম মাহমুদকে গতকাল গভীর রাতে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত নাদিম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই। সাবেক এমপি হাবিবের বিরুদ্ধে একই অভিযোগে রাজধানীর বেশ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বাসস’কে বলেন, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনের নেতৃত্বে গতকাল (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে নাদিম মাহমুদকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর রাত দেড়টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত নাদিমের কাছ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলায় সংশ্লিষ্টতার ঘটনায় তার ভাই হাবিব হাসান, হাবিবের সহযোগী সোহেল, সাথিলসহ গণহত্যার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ আসামিদের ব্যাপারে তথ্য উদঘাটনের জন্য রিমান্ড চেয়ে আজকে তাকে বিজ্ঞ আদালত প্রেরণ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এদিকে নাদিম মাহমুদ গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর অচিরেই গণহত্যায় সরাসরি অংশ নেয়া বাকীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button