চট্টগ্রামসংগঠন সংবাদ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বন্দরের নিজস্ব ব্যবস্থাপনা পরিচালনা এবং দুর্নীতিমুক্ত করতে হবে – এস এম লুৎফর রহমান।

চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের উদ্যেগে হাইড্রোগ্রাফি ও নৌ-বিভাগের কর্মচারীদের নিয়ে  মতবিনিময় সভা গত ২৫-০৫-২০২৫ তারিখ সন্ধ্যায় বন্দর ইসলামি শ্রমিক সংঘের কার্যালয় চত্বরে সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মুহামদ শাহ আলম ভূইয়ার সঞ্চালনায় গতকাল বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।

প্রধান অতিথি  বন্দরের অর্থায়ানে নির্মিত NCT বেসরকারী মালিকানায় ছেড়ে না দিয়ে বর্তমানে টার্মিনাল পরিচালনায় যেটুকু ঘাটতি আছে তা আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনশক্তির মাধ্যমে  বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার জন্য জোর দাবি জানান। অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদের আমলে নিয়োগপ্রাপ্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সাইফ পাওয়ার টেকের হাত থেকে বন্দরকে মুক্ত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বন্দরের শূন্য পদের অবিলম্বে নিয়োগ সহ পোর্ট ডিউটি ভাতা,ঝুঁকি ভাতা,পোষাক ভাতা, পদোন্নতি, সরকারের ঘোষিত গৃহ নির্মাণ ঋণ সহ লভ্যাংশ প্রদান করতে হবে। তিনি দ্রুত বন্দরের প্রতিনিধি নির্বাচন তথা সিবিএ নির্বাচন দিয়ে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিতের আহবান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেহাব উল্লাহ, সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ উল্লাহ আদিল। বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।

সভায় উপস্থিত ছিলেন বন্দর থানার সভাপতি মোজাহিদুল ইসলাম আদনান, শ্রমিক নেতা আবুল বশর, ডক শ্রমিক নেতা ওমর ফারুক, শ্রমিক সংঘের নেতা রবিউল হাসান, রেজাউল করিম, শহিদুল ইসলাম, মনির উদ্দিন বাপ্পি, গিয়াস উদ্দিন, আমান উল্লাহ, আনোয়ার হোসেন শ্রমিক নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button