চট্টগ্রাম প্রতিনিধিঃ
সাম্প্রতিক সময়ে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ফারাজ করিম চৌধুরী। তিনি চট্টগ্রাম ৬ আসনের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর জৈষ্ঠ ছেলে।
এ পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ ও কুড়িগ্রামের প্রায় ১৫ হাজারের অধিক পরিবারের জন্য ত্রাণ সরবরাহ করেছেন তিনি। তাছাড়া ১ কোটি টাকা খরচ করে সুনামগঞ্জের তাহিরপুরে ৩৫০ টি ও কুড়িগ্রামে ১৫০ টি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এরই মধ্যে আসন্ন পবিত্র কোরবানি ঈদে সিলেটের বন্যার্ত এলাকার অসহায় মানুষের জন্য ১০০ টি গরু প্রদান করার উদ্যোগ নিয়েছেন। ২৭ জুন, সোমবার, ফারাজ করিম চৌধুরীর নিজস্ব ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, “সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে তা এত অল্প সময়ে কাটিয়ে উঠা সম্ভব নয়। সেখানকার অসহায় মানুষের জন্য এবারের কোরবানির ঈদে আমরা ১০০ টি গরু জবাই করে মাংস বিতরণ করবো। মানবিক চেতনা থেকে আমরা এই বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছি।”
জানা যায়, ফারাজ ঢাকায় অবস্থিত ও.আই.সি’র তালিকাভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতবৃন্দের কাছ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য ১০ টন পণ্যসামগ্রী সংগ্রহ করেছেন।
বানভাসি মানুষের পাশে দাঁড়াতে গিয়ে দিনরাত ২৪ ঘন্টা সিলেটের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন। ছবিতে দেখা যায় সাদা পাঞ্জাবী বাদামী রঙের হয়ে গেছে। এই পাঞ্জাবী বন্যার পানিতে ভিজে আবার রোদে শুকিয়েছে। এই অবস্থায় তিনি চলাফেরা করি৷ তা দেখে অনেকেই বলে, “আপনার পাঞ্জাবীতে ময়লা।” ফারাজ করিম চৌধুরী বলেন, এটা আমার জন্য গর্বের। আল্লাহ পাক আমাকে এই দাগ গায়ে লাগানোর সুযোগ যেন সারাজীবন দেন।