কিউই শিবিরে করোনার হানা, আক্রান্ত স্যান্টনার
মার্টিন গাপটিল, ইশ সোধিদের সঙ্গে আয়ারল্যান্ড সফরে যেতে পারছেন না নিউজিল্যান্ডের স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। কারণ তার শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। ফলে আপাতত দেশেই থাকতে হচ্ছে তাকে।
গত শুক্রবার কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ ফল আসে স্যান্টনারের। নিউজিল্যান্ড ক্রিকেট রবিবার (৩ জুলাই) জানায়, এদিন সন্ধ্যায় আয়ারল্যান্ডের উদ্দেশে বাকিদের সঙ্গে দেশ ছাড়া হচ্ছে না তার।
আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু আগামী রবিবার। আয়ারল্যান্ডের সঙ্গে ওয়ানডে খেলেই দেশে ফিরে যাবেন অধিনায়ক টম ল্যাথাম। দলটির বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস সফরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্যান্টনার।
আয়ারল্যান্ড সফরে বিশ্রামে থাকবেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। তার অনুপস্থিতিতে প্রধান কোচের দায়িত্ব পাওয়া শেন জার্গেনসেন জানান, কোভিডের সামান্য উপসর্গ আছে স্যান্টনারের। নেগেটিভ হয়ে ডাবলিনে ফেরার পরই তার খেলার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।