বিমানের নতুন এমডি যাহিদ হোসেন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেলেন এ সংস্থার পরিচালক যাহিদ হোসেন। সরকারের এ অতিরিক্ত সচিবকে বিমানের নতুন এমডি করে বুধবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যাহিদ হোসেন রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থার ওই গুরুত্বপূর্ণ দায়িত্বে আবু সালেহ মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক যাহিদ হোসেন একই সঙ্গে প্রকিউরমেন্ট ও লজিস্টিক সাপোর্ট এবং মার্কেটিং ও সেলসের অতিরিক্ত দায়িত্বও পালন করে আসছিলেন।
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে বিমানের এমডির দায়িত্ব সামলে আসা আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক পদেও পরিবর্তন এনেছে সরকার। ওই দায়িত্ব পেয়েছেন রংপুরের বিভাগীয় কমিশনারের দায়িত্ব সামলে আসা অতিরিক্ত সচিব আবদুল ওয়াহার ভূঞা।