রাতে মাঠে নামছে ব্রাজিল
কোপা আমেরিকা ফেমেনিনার গ্রুপ পর্বে ভেনিজুয়েলার মুখোমুখি হবে নেইমারের দেশের মেয়েরা। আজ সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কলম্বিয়ায় এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘বি’ গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দলের লড়াই।
ইতোমধ্যে দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে রয়েছে ব্রাজিল নারী দল। আর এক ম্যাচ জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে সাতবারের চ্যাম্পিয়নদের। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে মিশন শুরু করে টুর্নামেন্টটির রেকর্ড সবোচ্চ শিরোপা জয়ীরা। এরপর দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে বিধ্বস্ত করে আদ্রিয়ানানা। অন্যদিকে, ভেনিজুয়েলাও নিজেদের প্রথম ম্যাচে পেরু ও উরুগুয়েকে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করে।
পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে দুই জয় ও এক পরাজয়ে ৬ পয়েন্ট অর্জন করা আর্জেন্টিনা। এছাড়া গ্রুপের বাকি দুই দল পেরু ও উরুগুয়ে ২ ও ৩টি করে ম্যাচ খেললেও এখন পর্যন্ত কোনো জয় পায়নি। তাদের অবস্থান যথায়ক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।