বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন নারায়ণগঞ্জ ডিসি
বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ রাজু।
মহামারী করোনার দুর্যোগকালে আমের রাজধানী চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সে সময় চাঁপাইনবাবগঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রমের ফলে ডিসি মো. মঞ্জুরুল হাফিজ রাজুকে ‘দুর্যোগ ও সংকট মোকাবিলা’য় এ পদক দেওয়া হয়।
বর্তমানে ডিসি মো. মঞ্জুরুল হাফিজ রাজু নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক রহিমা আক্তার মঙ্গলবার দুপুরে জানান,শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ রাজুর হাতে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এবার ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেয়েছেন ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে প্রশাসনের ২৭ কর্মকর্তা ও ৪টি সরকারি প্রতিষ্ঠান।
পদকপ্রাপ্তির পর ডিসি মঞ্জুরুল হাফিজ রাজু তার ফেসবুকে অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা।”