অর্থ ও বাণিজ্যশীর্ষ নিউজ
শেয়ারবাজারে কাল থেকে লেনদেন সকাল ৯.৩০ থেকে দুপুর ১.৫০ পর্যন্ত
বিদ্যুত ও জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারেও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ।
তিনি জানান, আগামীকাল বুধবার থেকে দেশের দুই পুঁজিবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। এরপরে পোস্ট ক্লোজিং সেশন ২টা পর্যন্ত চালু থাকবে।
উল্লেখ্য, বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হচ্ছে। গতকাল ব্যাংকের লেনদেনের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করা হয়।