রওশন এরশাদের সঙ্গে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ‘যোগাযোগ করেছে’ জানিয়ে দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তাদের মনে হয়েছে যে, ‘চাপে পড়ে’ দলের কাউন্সিল ডেকেছেন তিনি। গতকাল বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কারা চাপ দিচ্ছেন- তাদের পরিচয় স্পষ্ট না করে তিনি বলেন, অসুস্থতার সুযোগ নিয়ে বাইরের কিছু মানুষ হয়তো বেগম রওশন এরশাদের নাম ব্যবহার করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন। চিকিৎসার জন্য বিদেশে থাকা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন চেয়ারম্যান কাদেরকে না জানিয়ে হঠাৎ কাউন্সিল ডাকলে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। জাপা চেয়ারম্যান বলেন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রওশন পরামর্শ দিতে পারেন। কিন্তু তা বাস্তবায়ন করা বা না করা জাতীয় পার্টি চেয়ারম্যানের এখতিয়ার। রওশনকে সংসদে বিরোধীদলীয় নেতার পদ থেকে বাদ দেওয়ার যুক্তি হিসেবে তিনি বলেন, অসুস্থতার কারণে প্রায় এক বছর বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি অবদান রাখতে পারছেন না। তাই পার্টির সংসদীয় দল জাতীয় পার্টির ঐক্য রক্ষা ও পার্টিকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে বেগম রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা না রাখার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন কমিশন নিয়ে এক প্রশ্নের জবাবে সংসদে বিরোধীদলীয় উপনেতা কাদের বলেন, নির্বাচন কমিশন যেন সাজানো নির্বাচন করতে পাঁয়তারা চালাচ্ছে। সংলাপে প্রায় সব রাজনৈতিক দল ইভিএমের বিরোধিতা করেছে, কিন্তু নির্বাচন কমিশন ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
Related Articles
Check Also
Close
-
ছাত্রলীগের মনোনয়ন ফরম বিতরণ শুরুNovember 30, 2022