শীর্ষ নিউজসংগঠন সংবাদ

পদ্মা সেতুর উপর মাইবিএল কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হেলিকপ্টার ভ্রমণ

 

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২২: পদ্মা বহুমুখী সেতুর উপর হেলিকপ্টারে ভ্রমণ করেছেন মাইবিএল অ্যাপের কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয় এই ভ্রমণ। বাংলালিংক-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের স্বাগত জানানো হয়। বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংক-এর চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুরকার, বাংলালিংক-এর ব্র্যান্ড অ্যান্ড কম্যুনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ, বাংলালিংক-এর ডিজিটাল ডিস্ট্রিবিউশন ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ খালেদুল হাসান ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু বিষয়ক পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে বহু সংখ্যক বাংলালিংক গ্রাহক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সবচেয়ে কম সময়ে সঠিক উত্তর দেওয়া প্রতিযোগীদের বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।

 বাংলালিংক-এর ডিজিটাল ডিস্ট্রিবিউশন ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ খালেদুল হাসান, বলেন, “এই কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের আকর্ষণীয় হেলিকপ্টার ভ্রমণের সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত। বিশেষ এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উদযাপন করতে চেয়েছিলাম। ক্যাম্পেইনটি সাফল্যের সাথে শেষ করা ও বিজয়ীদেরকে স্মরণীয় এই অভিজ্ঞতা দিতে পারা আমাদের জন্য অত্যন্ত খুশির ব্যাপার।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button