টাইগারদের টানা চার হার, রিজওয়ান-নওয়াজে জিতল পাকিস্তান
ত্রিদেশীয় সিরিজের নিজেদের শেষ ম্যাচেও পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি বাবর আজমের দলকে।
শতক পেরোনো পার্টনারশিপের পর বাবর ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন রিজওয়ান। ব্যক্তিগত ২৩ রানে এই পাকিস্তানি ব্যাটারের ক্যাচ ছেড়ে দিয়েছিলেন মোহাম্মদ সাঈফউদ্দিন।
জীবন পাওয়া রিজওয়ান মোহাম্মদ নওয়াজকে সাথে নিয়ে পাকিস্তানকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দেন। রিজওয়ানকে ফেরান সৌম্য সরকার। তবে পাকিস্তান ৭ উইকেটের জয় নিয়েই মাঠ ছেড়েছে।
ওপেনার বাবর আজম করেছেন ৪০ বলে ৫৫ রান। আর রিজওয়ান সাজঘরে ফিরেছেন ৫৬ বলে ৬৯ করে। আর ব্যাট হ্যাতে রীতিমতো টাইফুন তোলা নওয়াজ ২২৫ স্ট্রাইকরেটে ২০ বলে করেছেন ৪৫ রান।
টস জিতে ব্যাটিং নিয়ে সাকিব-লিটনের দুর্দান্ত জুটিতে ১৭৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। সাকিব লিটন দুজনেই অর্ধশতক তুলে নেন। তবে বোলারদের ব্যর্থতায় টাইগারদের আরও একটি হারের গল্প লিখতে হয়েছে। সাইফউদ্দিন একাই ৩ ওভার ৫ বলে দিয়েছেন ৫৩ রান।