বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বার্তা আদান প্রদানে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। যুক্তরাজ্য, বাংলদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহক এই অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
মঙ্গলবার সকাল থেকে এমন সমস্যা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। সেবা বিঘ্নের ঘটনাকে দীর্ঘতম বলে উল্লেখ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার এক মুখপাত্র গ্রাহকদের মেসেজ পাঠাতে সমস্যার মুখোমুখি হওয়ার তথ্য নিশ্চিত করে বলেছেন, বার্তা পাঠাতে গিয়ে অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্যায় পড়েছে। আমরা বিষয়টি জানি। যতদ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।