যশোরের সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত ঘটনায় মামলা
মালিক উজ জামান, যশোর : গত শুক্রবার সদর উপজেলার চাউলিয়া এলাকায় যশোর-খুলনা মহাসড়কে মোটরসাইকেলের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে আগুনে পুড়ে বিজিবি সদন্য মেহেদী হাসান রাজুর মৃত্যুর ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যুর ঘটনায় মামলাটি করেন নিহত রাজুর পিতা হাবিবুর রহমান। রাজুর বাড়িখুলনার হরিণটানা উপজেলার রায়েরমহল গ্রামে।
এজাহারে নিহতের পিতা উল্লেখ করেছেন, তার পুত্র মেহেদী হাসান রাজু বর্ডার গার্ড বাংলাদেশের সিপাহী পদে চুয়াডাঙ্গায় চাকরি করেন। গত ২১ অক্টোবর দুইদিনের ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন। ছুটি শেষে ২২ অক্টোবর বিকেল পৌনে তিনটার দিকে নিজস্ব (খুলনা-ল-১২-৪০৫৪) নম্বর এফজেড মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। বিকেল ৪টার দিকে খুলনা-যশোর মহাসড়কের চাউলিয়া গেটে অক্সিজেন ফ্যাক্টারীর সামনে পৌছান। এসময় (ঢাকা-মেট্রো-ব-১৫-২৯৭০) গাড়ি এসে রাজুকে ধাক্কা দেয়। এতে রাজুর মোটরসাইকেলটি হানিফ পরিবহনের ইঞ্জিনের মধ্যে আটকে যায়। এরই মধ্যে হানিফ পরিবহনে আগুন ধরে যায়। পরে চালক যাত্রীদের দ্রুত নামিয়ে দেয়। কিন্তু ঘটনাস্থলেই রাজু মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা নওয়াপাড়ার পুলিশ ঘটনাস্থলে এসে রাজুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় হানিফ পরিবহনের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।