খেলা

আইপিএলের নিলাম হতে পারে ইস্তানবুলে!

সভাপতি রজার বিনি দায়িত্ব নেয়ার শুরুতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ফের দেশের বাইরে নিলাম অনুষ্ঠিত হতে পারে আইপিএলের।

যদিও ভারতের বাইরে টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে না বিসিসিআই। বরং পরবর্তী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে পারে বিদেশে। তাও এমন একটি শহর যেখানে ক্রিকেটের সংযোগ খুঁজে পাওয়া মুশকিল।

বিসিসিআই আগামী বছরের আইপিএলের জন্য মিনি অ্যাকশন আয়োজন করতে পারে তুরস্কের ইস্তানবুলে। যদিও নিলামের প্রায় মিয়মিত কেন্দ্রে পরিণত হওয়া বেঙ্গালুরুকে বিকল্প হিসেবে বেছে রাখা হয়েছে- এমনটাই খবর দিয়েছে ক্রিকবাজের।

প্রাথমিকভাবে বিসিসিআই ইস্তানবুল ও বেঙ্গালুরুকে আইপিএল নিলামের সম্ভাব্য কেন্দ্র হিসেবে বেছে রাখলেও বোর্ড কর্তাদের প্রথম পছন্দ তুরস্কের শহরটি। গত কয়েকদিন ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে এই বিষয়ে বোর্ড আলোচনা চালাচ্ছে। যদিও সব ফ্র্যাঞ্চাইজি এখনও এই বিষয়ে সহমত পোষণ করেনি।

এর আগেও আইপিএলের নিলাম বিদেশে আয়োজনের চেষ্টা করেছিল বিসিসিআই। একবার একটি ওয়ার্কশপ আয়োজন করা হয় সিঙ্গাপুরে। একবার লন্ডনে নিলাম আয়োজন প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে খরচের কথা ভেবে শেষ মুহূর্তে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বেঁকে বসায় শেষমেশ বিসিসিআইয়ের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তবে আইপিএলের মিডিয়া রাইটস রেকর্ড অঙ্কে বিক্রি হওয়ার পরে এবার বিদেশে নিলাম আয়োজন অসম্ভব নয়।

নভেম্বরের শুরুর দিকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আইপিএলের নিলাম আয়োজিত হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। নিলামের সম্ভাব্য দিন হিসেবে ১৬ ডিসেম্বরের কথা শোনা যাচ্ছে। মিনি নিলাম বলে একদিনেই তা সম্পন্ন করা হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও ক্রিকবাজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button