পিপল সাময়িকীর বিচারে সবচেয়ে আবেদনময়ী পুরুষ যিনি
পিপল সাময়িকীর বিচারে ২০২২ সালে সবচেয়ে আবেদনময়ী পুরুষ নির্বাচিত হয়েছেন ক্রিস ইভান্স। ৪১ বছর বয়সী ক্রিস পেশায় অভিনেতা। ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছবিটির জন্য তিনি বিশেষভাবে পরিচিতি পেয়েছেন।
সেরা আবেদনময়ী নির্বাচিত হওয়ায় পিপল সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিস। তিনি বলেছেন, ‘আমার মা শুনলে খুব খুশি হবেন। আমি যাই করি তিনি তাতে গর্বিত। কিন্তু এমন অর্জনে তিনি সত্যিই আনন্দিত হবেন’।
২০০০ সালে টিভি সিরিজ দিয়ে ক্যারিয়ার শুরু করেন ক্রিস ইভান্স। ২০০৫ সালে ‘ফ্যান্টাস্টিক ফোর’ দিয়ে পরিচিতি পান। সুপারহিরো চলচ্চিত্রের পাশাপাশি ড্যানি বয়েলের ‘সানশাইন’, বং জুন হোর ‘স্নোপিয়ার্সার’ ও রায়ান জনসনের ‘নাইভস আউট’-এও নজর কেড়েছেন তিনি।
এর আগে পিপল সাময়িকীর বিচারে ক্রিস হেমসওর্থ, ব্রাডলি কুপার, মাইকেল বি. জর্ডান, রায়ান রেনোল্ডস, জন লিজেন্ড, দিয়ানে জনসন, ইদ্রিস এলবা, অ্যাডাম লেভিন, রিচার্ড গিয়ার, চ্যানিং ট্যাটাম ও ডেভিড বেকহামের মতো তারকারা আবেদনময়ী পুরুষ নির্বাচিত হয়েছিলেন।