মরুর দেশে প্রথম বিশ্বকাপ আয়োজন করে ইতিহাসের পাতায় নাম লেখানো কাতার আরও একটা ইতিহাস গড়েছে। যদিও সেই ইতিহাস কাতারিদের জন্য সুখকর কিছু নয়।
ভ্যালেন্সিয়ার গোলে ২–০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে বিশ্বকাপে শুভসূচনা করেছে ইকুয়েডর। আর তাতেই কাতারিরা গড়ল লজ্জার নজির। স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে যাওয়া প্রথম দলটার নাম এখন কাতার।
বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে কোনো আসরে প্রথম ম্যাচের প্রথমার্ধে জোড়া গোলের নজির গড়লেন ভ্যালেন্সিয়া।
তার আগে ১৯৩৪ বিশ্বকাপে স্বাগতিক ইতালির হয়ে এই কীর্তি গড়েছিলেন অ্যাঞ্জেলো স্কিয়াভিও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচে ইতালির ৭-১ গোলের জয়ে প্রথমার্ধে জোড়া গোল করেছিলেন তিনি।