খেলা

নারী আইপিএলের নিলাম ১৩ ফেব্রুয়ারি

বহুল কাঙ্ক্ষিত ওমেন্স প্রিমিয়ার লিগের (নারী আইপিএল) নিলাম হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আর টুর্নামেন্ট শুরু হবে ৪ মার্চ। আর ২৬ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

আইপিএলের চেয়ারম্যান অরুন ধুমাল টুর্নামেন্টের এই সূচি বিষয়ে নিশ্চিত করেছেন।

৫টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হবে ২২ দিনের এই টুর্নামেন্ট। এর আগে নিলামে ৫টি কোম্পানির কাছে ফ্রাঞ্চাইজি স্বত্ব বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিলাম থেকে মোট ৪,৬৬৯.৯৯ কোটি রুপি পেয়েছে বিসিসিআই।

সবচেয়ে বেশি টাকা দিয়ে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার জন্য ১,২৮৯ কোটি রুপি খরচ করেছে আদানি স্পোর্টসলাইন।

বাকি ৪ দলের মধ্যে ৩টির মালিকানা পেয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স (৯১২.৯৯ কোটি রুপি), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৯০১ কোটি রুপি) ও দিল্লি ক্যাপিটালস (৮১০ কোটি রুপি)। আর ৭৫৭ কোটি রুপি দিয়ে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনেছে কেপ্রি গ্লোবাল হোল্ডিংস।

নারী প্রিমিয়ার লিগের মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে চওড়া দামে। মিডিয়া স্বত্ব থেকে ৯৫১ কোটি টাকা পেয়েছে বিসিসিআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button