রেলগেটে স্কুলের পাশে সরকারি জমিতে ছাগল ভেড়ার ঘর নির্মাণ
স্টাফরিপোর্টার : যশোরশহরের রেলগেট পশ্চিম পড়ায়জনৈক ব্যক্তির বিরুদ্ধে স্কুলসংলগ্ন সরকারি জমি দখলকরে ভেড়া ছাগলের ঘর নির্মান ও সেখানে পালনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকাবাসী পৌরসভার মেয়রের কাছে ঐব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, রেলগেটপশ্চিমপাড়ারবাসিন্দা মৃত সেকেন্দার আলীর ছেলেআব্দুর রাজ্জাক রেলগেট পৌরপ্রাথমিক বিদ্যালয়ের পাশে জমি দখলকরেছাগল ভেড়ার ঘর নির্মানকরেছেন। এখানেপাঠাদিয়ে ভেড়াছাগলপালদেওয়ারকাজও সে প্রকাশ্যে করে। এতে নিষেধ করায় ঐ ব্যক্তি তার
আত্মীয়ের নাম ভাঙিয়ে বিরুদ্ধ চারনকারীদের দমিয়ে রাখে। রাস্তার জমি বাসরকারি জমি দখলকরে ঘর নির্মাণকরে আইন ভঙ্গ করলেও কেউ তারঅন্যায়কর্মেরপ্রতিবাদ করেনা।
আব্দুর রাজ্জাকের ছাগল ভেড়া রঘরের কারনে স্কুলের ছাত্রছাত্রীদের তীব্র সমস্যা হচেছ। এই লিখিত অভিযোগের বিষয়ে ৫নং ওয়ার্ড পৌরকাউন্সিলররা জিবুল আলমের সুপারিশরয়েছে। এছাড়া লিখিতঅভিযোগ পত্রে ৫৯ জনএলাকাবাসীর স্বাক্ষর রয়েছে।