খেলা

ক্লাব সতীর্থদের জীবন দুর্বিষহ করে তুলেছেন রোনালদো?

নিজের দেশ পর্তুগাল এবং ইউরোপীয় লিগে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অনেক অর্জন রয়েছে বর্তমান সময়ের অন্যতম মহাতারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় তিনি সৌদি ক্লাব আল-নাসরে যুক্ত হয়েছেন। রেকর্ড পরিমাণ অর্থ খরচ করে রোনালদোকে দলে টেনেছে ক্লাবটি।

এর আগে, দ্বিতীয় দফায় ম্যানইউতে যোগ দেওয়ার পর সিআরসেভেনের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠে। যার ধারাবাহিকতায় ম্যাচের পর ম্যাচ তাকে সাইডবেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ এরিক টেন হগ। জাতীয় দলের হয়ে ইউরো জেতানো এই তারকাকে বিশ্বকাপেও তেমন সুযোগ দেওয়া হয়নি। তবে সেসব ভুলে বিশ্বকাপের পর নতুন ক্লাবে যাত্রা শুরু করেন রোনালাদো। কিন্তু সেখানেও এই ৩৮ বছর বয়সী তারকার সময় ভালো যাচ্ছে না।

রোনালদোকে নিয়ে এবার আল-নাসরে খেলা তার ব্রাজিলিয়ান সতীর্থ লুইচ গুস্তাভোই মূলত অভিযোগ তুলেছেন। যদিও ইতিবাচক অর্থেই এমন মন্তব্য করেছেন এই মিডফিল্ডার। গুস্তাভো বলেন, ‘রোনালদোর উপস্থিতি সত্যিই আমাদের জীবন কঠিন করে তুলেছে। কারণ এটি সবার ওপর বাড়তি চাপ তৈরি করেছে। আমাদের বিপক্ষে নামার আগে প্রতিটি দল নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকছে। রোনালদো নিজেও বাকিদের অনুপ্রাণিত করেন। ক্লাবে তার উপস্থিতি অনেক বড় ব্যাপার। রোনালদোর কাছ থেকে প্রতিদিনই কিছু না কিছু শিখছি।’

তবে আশাবাদী গুস্তাভো। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ জয় করাই রোনালদোর স্বভাব। রোজই নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে সফল হয়েছেন। সামনে সে কি করবে তা দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। প্রথমে এসে অনেক চাপে ছিল। তবে একটি গোল পাওয়ার পর সেই চাপ সব কেটে গেছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button