শীর্ষ নিউজসংগঠন সংবাদ

শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রন করে সড়কে শৃংঙ্খলা প্রতিষ্ঠার নজির  সৃষ্টি করেছে – যাত্রী কল্যাণ সমিতি

ঢাকা: ০৭ আগস্ট, বুধবার ২০২৪
দেশব্যাপী ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে তরুণ শিক্ষার্থীরা সারাদেশে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রন করে সড়কে শৃংঙ্খলা প্রতিষ্ঠায় অনন্য এক নজির সৃষ্টি করেছেন বলে দাবী করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

আজ ০৭ আগস্ট বুধবার রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় সড়ক-মহাসড়কে গত দুই দিন যাবৎ ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে যান চলাচল নিরাপদ ও নিবিঘর্œ রাখতে তরুণ শিক্ষার্থীদের ট্রাফিকিং কার্যক্রম পরিদর্শন করে বিভিন্ন স্পটে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের মাঝে পানি ও শুকনো খাবার বিতরনকালে উপরোক্ত মন্তব্য করেন তিনি। তিনি দাবী করেন, দেশের সড়কে শৃংঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাফিক পুলিশের পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের নিয়ে একটি সেচ্ছাসেবী ট্রাফিক বাহিনী গড়ে তোলা এখন সময়ের দাবী। অন্যদিকে দেশে বিদ্যমান ট্রাফিক ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির কারনে ফিটনেস বিহীন যানবাহন ও লাইসেন্স বিহীন চালকের সংখ্যা যেমন বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুঘর্টনায় প্রাণহানী। ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবীতে তরুণ শিক্ষার্থীদের এতবড় আন্দোলনের পরে আওয়ামীলীগ সরকার শিক্ষার্থীদের সব দাবী মেনে নিলেও তা পুরণ না করায় সড়কে জঞ্জাল চাপ হয়নি। সড়কে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে  জিরো টলারেন্সের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়কদের দাবীতে অন্তর্ভুক্ত করা জরুরী বলে দাবী করেন তিনি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আরো বলেন, স্বৈরাচার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুূল কাদের দেশের ইতিহাসে দীর্ঘতম সময়ের মন্ত্রী হিসেবে চার মেয়াদে সড়ক পরিবহন মন্ত্রনালয়ে দায়িত্বে থেকেও সড়কে শৃংঙ্খলা প্রতিষ্ঠায় চরমভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা বারবার দাবী তুলেছিলাম। কিন্তু এই স্বৈরাচার তা কর্ণপাত করেনি। বরং আমাদের নানাভাবে হয়রানি করেছেন। তাই দেশের ছাত্রসমাজকে সড়কে শৃংঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক দুঘর্টনা কমানোর দায়িত্ব নেওয়ার বিকল্প নেই বলে দাবী করেন তিনি। পরে নগরীর পল্টন মোড়, জিপিও মোড়, গুলিস্থান মোড়, শাহবাগ মোড়, ফার্মগেট, আড়ং গেট এলাকায় দায়িত্ব পালনকারী শিক্ষার্থী, স্কাউট সদস্য, আনসার সদস্য, ফায়ার সার্ভিস সদস্যদের মাঝে পানি ও শুকনো খাবার বিতরন করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button