খেলা

শিরোপা জিতেই ওয়ার্ন-রোহিতের রেকর্ড ছুঁলেন হার্দিক

আইপিএল জয়ের স্বাদ তিনি আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে পেয়েছেন। তবে এই বছর প্রথম অধিনায়ক হিসেবে শিরোপা জেতার স্বাদ পেলেন হার্দিক পান্ডিয়া। সেই অনুভূতি নিঃসন্দেহে আলাদা। আর সেই আলাদা অনুভূতির হাত ধরেই হার্দিক গড়ে ফেললেন রেকর্ডও। স্পর্শ করলেন রাজস্থান রয়্যালসেরই প্রাক্তন অধিনায়ক, যিনি সদ্য প্রয়াত হয়েছেন, কিংবদন্তি শেন ওয়ার্নকে। সেই সঙ্গে ছুঁলেন রোহিত শর্মাকেও।

প্রথম বছর আইপিএলের কোনও দলের অধিনায়ক হয়ে শিরোপা জয়ের রেকর্ড করলেন হার্দিক। যে রেকর্ড এর আগে ছিল শেন ওয়ার্ন এবং রোহিত শর্মার ঝুলিতে। সেই নজিরই স্পর্শ করলেন গুজরাট টাইটানস অধিনায়ক।

২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই দলের অধিনায়ক ছিলেন ওয়ার্ন। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েই তাদের শিরোপা জিতিয়েছিলেন রোহিত। হিটম্যান অবশ্য মোট পাঁচবার মুম্বাইকে চ্যাম্পিয়ন করেছেন। তার মধ্যে চারবার মুম্বাইয়ের হয়ে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন হার্দিকও।

আর হার্দিক তার প্রাক্তন টিমের অধিনায়কের দেখানো পথে চলেই একই রেকর্ড গড়ে ফেললেন। এই বছরই আইপিএলে হাতেখড়ি হয়েছে গুজরাট টাইটানসের। প্রথম বছর আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজিটি তারকা অলরাউন্ডার হার্দিকের হাতেই তুলে দেয়ে অধিনায়কের দায়িত্ব। নিরাশ করেননি হার্দিক। তার নেতৃত্বে প্রথম বছরেই বাজিমাত করে গুজরাট টাইটানস।

রবিবার আইপিএলের মেগা ফাইনালে গুজরাট মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে হার্দিকের দাপটে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজস্থান করে মাত্র ১৩০ রান। তাদের হয়ে সর্বোচ্চ রান জস বাটলারের। ৩৫ বলে ৩৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ জয়স্বী জাসওয়ালের। তিনি ১৬ বলে ২২ করেন। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। টাইটানসের হার্দিক নেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন সাই কিশোর।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান করে টাইটানস। শুভমান গিল করেন ৪৩ বলে অপরাজিত ৪৫ রান। ৩০ বলে ৩৪ করেন হার্দিক পান্ডিয়া। ১৯ বলে অপরাজিত ৩২ রান করেন ডেভিড মিলার। ৭ উইকেটে ম্যাচ জিতে অভিষেক আইপিএলেই ইতিহাস গড়লেন হার্দিক পান্ডিয়ারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button