আঞ্চলিকশীর্ষ নিউজ

যশোরে একসঙ্গে ৪ সন্তাানের জন্ম দিলেন শম্পা


মালিকুজ্জামান, যশোর : যশোরে বিয়ের আট বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। গৃহবধূর নাম শম্পা বেগম (২৬)। তিনি সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের খান পাড়ার মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্লার স্ত্রী। সোমবার (১৮ জুলাই) রাতে যশোরের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শম্পা বেগমের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
জানা গেছে, সোমবার দুপুরে শম্পার প্রসব বেদনা উঠলে তাকে দ্রুত কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে ডা. প্রতিভা ঘরাইর তত্তাবধানে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। এদের মধ্যে দুটি পুত্র ও দুটি কন্যা সন্তান। শম্পা ও চার শিশু বর্তমানে সুস্থ রয়েছেন।
শম্পা বেগম জানান, তার স্বামী মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্লার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনিও খুব খুশি হয়েছেন। চার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। কুইন্স হাসপাতালের চিকিৎসক ডা. প্রতিভা ঘরাই বলেন, নবজাতকদের স্বাভাবিক ওজন হলো আড়াই কেজি। কিন্তু এই চার নবজাতকের মধ্যে একজনের ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় তাকে আদ-দ্বীন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ওই শিশুটি দ্রুত সুস্থতা লাভ করবে বলে আমরা আশাবাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button