আঞ্চলিকসংগঠন সংবাদ

যশোর জেলা সড়ক পরি: শ্র: ইউ: নির্বাচন ২৯ জুলাই


মালিক উজ জামান, যশোর : যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-খুলনা ৪৬২ এর নির্বাচন আগামী ২৯ জুলাই। তিনটি প্যানেল এর প্রার্থীরা মার্কা বা প্রতীক বরাদ্দ পেয়েই দিন রাত ভোটারদের বাড়ি বাড়ি আনাগোনা করছেন। নির্ধারিত দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন পর্ব চলবে যশোর চাঁচড়া চেকপোষ্টের শ্রমিক ভবনে। নির্বাচনের দিন ক্ষণ ঘনিয়ে আসছে বিধায় যশোর ও সাতক্ষীরা জেলার কয়েকটি স্পটে এখন উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।
প্রতিদ্বন্দ্বী প্যানেল তিনটি হচ্ছে ;
১) ‘বিষু-মিজান’ পরিষদ
২) ‘জুলু-মোহাম্মদ আলী’ পরিষদ এবং
৩) ‘মনোরঞ্জন-রফিক’ পরিষদ।
জানা গেছে, যশোর শহরের রেলগেট, রেলগেট পশ্চিমপাড়া, রায়পাড়া, ইসমাইল কলোনী, চাঁচড়া, চোরমারা দিঘীর পাড়, তেতুলতলা, ডালমিল, পুলেরহাট্, মালঞ্চী, মাহিদিয়া, রুপদিয়া, বাগেরহাট, রাজগঞ্জ, গোয়ালদাহ, সাড়াপোল, ঝিকরগাছা, নাভারন, বেনাপোল, বাঁগাচড়া, সাতমাইল, কলারোয়া, সাতক্ষীরা ও ছুটিপুর কায়েমকোলায় যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ভোটারের অবস্থান। এসব স্থানগুলো এখন বেশ জমজমাট। বিশেষ করে রেলগেট পুরাতন বেনাপোল বাসস্ট্যান্ড, রায়পাড়া মাদ্রাসা রোড, মুজিবসড়কস্থ বারেকের চায়ের দোকান, চাঁচড়া চেকপোষ্টস্থ সকল চায়ের দোকান, পুলেরহাট এখন ভোর সকাল থেকে গভীর রাত অব্দি শ্রমিক ভীড়ে একাকার। তিন বছর পর পর ভোট এ কারনে এই একটি দিনের ও ফলাফলের জন্য সুতীব্র আকাঙ্খায় অপেক্ষা করে শ্রমিক, প্রার্থী ও তাদের অনুসারিরা।
‘বিষু-মিজান’ পরিষদ :
নাম প্রার্থীত পদ প্রতীক/মার্কা
শ্রী বিশ্বনাথ ঘোষ (বিষু) সভাপতি টায়ার
মো: জাহাঙ্গীর হোসেন বাবু সহ-সভাপতি প্রজাপতি
আহম্মদ আলী সহ-সভাপতি হাঁস
মো: রফিক সহ-সভাপতি হেলিকপ্টার
মো: মিজানুর রহমান সাধারন সম্পাদক মোরগ
মো: ইলিয়াছ হোসেন সহ সাধারন সম্পাদক চিংড়ী মাছ
মো: ওহিদুল ইসলাম সহ-সাধারন সম্পাদক ডাব
মো: সাগর হোসেন সহ-সাধারন সম্পাদক ফুটবল
সজল সাংগঠনিক সম্পাদক সিলিং ফ্যান
মো: শহিন উদ্দিন শেখ সহ-সাংগঠনিক সম্পাদক রজনীগন্ধ্যা
আজিজুল ইসলাম সেলিম প্রচার সম্পাদক হাতি
মো: বাবু মুন্সি কোষাধ্যক্ষ পান
মো: নাছির হোসেন সড়ক সম্পাদক মাইক
মো: মহাসীন আলী সহ-সড়ক সম্পাদক আনারস
মো: আশরাফ আলী সমাজ কলাণ সম্পাদক কলম
মো: শুকুর আলী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ব্যাট ক্রিকেট
মো: শফিকুল ইসলাম বাবু শ্রম বিষয়ক সম্পাদক ডালরেঞ্জ

‘জুলু-মোহাম্মদ আলী’ পরিষদ :
নাম প্রার্থীত পদ প্রতীক/মার্কা
মো: জুল হোসেন সভাপতি টেবিল
আক্তারুজ্জামান সহ সভাপতি রেলগাড়ী
ইউনুস আলী সহ সভাপতি আপেল
কামাল হোসেন সহ সভাপতি মোটরসাইকেল
মোহাম্মদ হোসেন সাধারন সম্পাদক দোয়াত কলম
মো: আবুল কালাম আজাদ সহ-সাধারন সম্পাদক জগ
মারফত আলী সহ-সাধারন সম্পাদক সেলাই মেশিন
ফয়সাল হোসেন বাবু সহ-সাধারন সম্পাদক টেবিল ফ্যান
মো: লাল্টু খাঁ সাংগঠনিক সম্পাদক পানির বোতল
তরিকুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক ঘোড়া
আব্দুল আজিজ প্রচার সম্পাদক রেঞ্জ
রাশিদুল ইসলাম পিরু কোষাধ্যক্ষ তালা-চাবি
মো: রফিজুল ইসলাম (চায়না) সড়ক সম্পাদক মিনার
মো: শামীম সহ সড়ক সম্পাদক দোয়েল পাখি
মো: আজগর আলী সমাজ কল্যাণ সম্পাদক টেবিল ঘড়ি
শরিফুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেডিও
মো: আব্দুল্লাহ শ্রম বিষয়ক সম্পাদক উট

‘মনোরঞ্জন-রফিক’ পরিষদ :
নাম প্রার্থীত পদ প্রতীক/মার্কা
মনোরঞ্জন বর্মন সভাপতি প্রদীপ
মো: কলিম সহ-সভাপতি কলস
মো: হাবিবুর রহমান দারা সহ-সভাপতি বাস
মো: জাকারিয়া সহ-সভাপতি ঠেলাগাড়ী
মো: রফিক সাধারন সম্পাদক একতারা
মো: জেহাদ সহ সাধারন সম্পাদক ময়ুর
মো: মশিয়ার সহ সাধারন সম্পাদক হরিণ
মো: আসলাম সাংগঠনিক সম্পাদক চশমা
মো: সহিদুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক কাপ পিরিচ
মো: মানিক হোসেন প্রচার সম্পাদক চরকা
মো: জাহাঙ্গীর কোষাধ্যক্ষ বই
মো: কবির হোসেন সড়ক সম্পাদক বক
মো: কাইয়ুম হোসেন সহ সড়ক সম্পাদক মোবাইল
মো: মিজান সমাজ কল্যান সম্পাদক উড়োজাহাজ
মো: হাসান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক টিউবয়েল
মো: স্বপন শ্রম বিষয়ক সম্পাদক ঘুড়ি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button