বিশেষ খবররাজনীতি

নির্বাচনে অর্থশক্তি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘অর্থশক্তিকে আমরা কীভাবে সামাল দেব? বস্তা বস্তা অর্থ আমরা নির্বাচনে ব্যয় করি। এই অর্থ নিয়ন্ত্রণ করব কীভাবে? যেটা প্রকাশ্যে হয়, তার কিছুটা নির্বাচন কমিশনে দেখানো হয়। এর বাইরে গিয়ে যদি আমি গোপনে পাঁচ কোটি টাকা খরচ করি, তাহলে কীভাবে আপনি আমাকে ধরবেন বা আমি আপনাকে ধরব? এটা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ আহ্বান জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অর্থশক্তি, পেশিশক্তির ব্যাপারে আমরা এখনি কিছু বলতে পারব না। মাঠে আপনাদের থাকতে হবে। তথ্যগুলো পাঠালে আমরা সাহায্য করব। একটি অপসংস্কৃতি হয়ে গেছে—পয়সা নিয়ে ঢালতেছি, মাস্তান হায়ার করতেছি। প্রফেশনাল কিলারও হায়ার করতে খুব বেশি পয়সা লাগবে না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের ওপর একটু আস্থা রাখুন। আস্থা রাখতে গিয়ে চোখ বন্ধ করে রাখলে হবে না। আপনাদের নজরদারি থাকতে হবে—আমরা কি আসলেই সাধু পুরুষ না ভেতরে ভেতরে অসাধু। সেই জিনিসটা আপনারা যদি নজরদারি না রাখেন, তাহলে আপনারাও আপনাদের দায়িত্ব পালন করলেন না। নির্বাচন নির্বাচনের আইন অনুযায়ী হবে। সময় দেওয়া হবে। ভোটাররা যাবেন। ভোট দিতে থাকবেন। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের অংশের দায়িত্ব পালনের চেষ্টা করব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button