আঞ্চলিকশীর্ষ নিউজ

ঝিকরগাছা পৌরসভা কর্মকর্তার মিজানুরের আত্মহত্যা


মালিক উজ জামান, যশোর : যশোরের ঝিকরগাছা পৌরসভা কর্মকর্তা মিজানুর রহমান (৪৪) বৃহস্পতিবার গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তার স্ত্রী লাভলী খাতুন জানান, এদিন সকাল সাতটার দিকে তিনি আতœহত্যা করেন। ফজরের নামাজ আদায় করে আমাদের সাথে গল্প করে পাশের ঘরে চলে যান। এরপর দুই শিশুকন্যা তার বাবাকে ডাক দিলে আমি তার রুমে যাই। দরজা বন্ধ দেখে হাকডাক দিয়ে কোন সাড়া পায়নি। এরপর বারান্দার জানালা দিয়ে দেখি গলায় প্লাস্টিকের সাদা দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে জানা যায়, মিজানুর মানসিক রোগে ভুগছিলেন। তিনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাধীন ছিলেন। তবে এর সত্যতা মেলেনি।
আত্মহত্যাকারী মিজানুর রহমান ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ার, নকশাকার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি শৈলকূপা উপজেলার নাগেরহাট গ্রামে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত মিজানুর মানসিক রোগে ভুগছিলেন বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button