আঞ্চলিকসংগঠন সংবাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢাক ঢোল ও সানাইয়ের সুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন


বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ২ জানুয়ারী ২০২৩ইং সোমবার সকাল ১১ টায় চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ ২০২৩ এর আন্ত: উপজেলা পর্বের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢাক ঢোল ও সানাই বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস এর সম্মানিত সভাপতি জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান
উদ্বোধক ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন,
ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব সিরাজউদ্দিন মো: আলমগীর, সৈয়দ শাহাবুদ্দিন শামীম, মোঃ হাফিজুর রহমান, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রধান আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাশ ও পরিচালক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর নেতৃত্বে ও শিল্পীগোষ্ঠীর ছয়জন শিল্পীদের ঢাক ঢোল ও সানাইয়ের সুরের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এ সময় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বিধান দাস, দোলন জলদাশ, সুজন দাস, আকাশ দাস, নয়ন দাস প্রমূখ বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button