অর্থ ও বাণিজ্যশীর্ষ নিউজ

করোনার মধ্যেও সক্রিয় অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের প্রশংসায় আইএমএফ

করোনা মহামারীর মধ্যেও অর্থনৈতিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ঢাকায় কেন্দ্রীয় ব্যংক সদর দপ্তরে আইএমএফ’র সঙ্গে এক বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেসবাহুল হক রবিবার আইএমএফ’র উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এন্টয়নেট মনসিও সাইয়েহকে উদ্ধৃত করে একথা জানান।

উপ ব্যবস্থাপনা পরিচালক এন্টয়নেট মনসিও সেইহসহ চার সদস্যের একটি আইএমএফ প্রতিনিধি দল রবিবার বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার এ বৈঠকে অংশ নেন। আইএমএফ প্রতিনিধি দলটি ৫ দিনের সফরে গতকাল শনিবার ঢাকা পৌঁছায়।

রবিবারের বৈঠক নিয়ে মেজবাহুল হক আরও বলেন, এ বৈঠকে আসন্ন আর্থিক নীতির জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলাসহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আইএমএফ’র জলবায়ু সংক্রান্ত অর্থ সহায়তাসহ আরো কিছু বিষয়েও আলোচনা হয়। এছাড়া সরকার ও বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বৃদ্ধির সমস্যা মোকাবিলা সংক্রান্ত বিষয়গুলোও বৈঠকে আলোচনা হয়।

সূত্র : বাসস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button